যশোরের কেশবপুরে মহিলাসহ ৭জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫জন হাসপাতাল থেকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার পৌর সদরের বালিয়াডাঙ্গা এলাকার লিটন মিয়ার ছেলে নাসির উদ্দীন (২২) ও আড়ুয়া গ্রামের মোরশেদ আলির ছেলে শাহীন (২৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে গত ১১ জুলাই ভর্তি হন।
সেই থেকে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং তারা দুজনেই বর্তমানে আশঙ্কামুক্ত বলে কর্মরত ডাক্তার জানান।
কেশবপুর হাসপাতালের পরিসংখ্যান চীফ গৌতম কুমার দাস বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দুজন কেশবপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের টিএইচএ ডাক্তার মো. আলমগীর হোসেন বলেন, চলতিবছর কেশবপুরে মহিলাসহ ৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৫ জন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ২জন চিকিৎসাধীন আছেন।
টিএইচ